অদ্যকার সভায় মাননয়ি চেয়ারম্যান সাহেব সভাপতিত্বের আসন গ্রহন করেন। ও সভা পরিচালনা করেন। সভা পতি সাহেবের নির্দেশে সচিব গত সভার কার্য বিবরনী পাঠ করিয়া শুনাইলে উহা সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
৪ নং আলোচ্য বিষয় মতে চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যগনকে জানান যে, ৮ নং আইয়ূবপুর ইউনিয়নের নিম্ন লিখিত বিলটি বন্যা নিয়ন্ত্রন ও সেচ প্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয় সমন্বিত মৎস্য ও প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প ৪র্থ পর্যায়য়ের আওতায় খনন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস